Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

জেলা মহিলা বিষয়ক অফিসের তথ্যাবলী

 

 

 

সরকারী অফিসের নাম ও সম্মুখভাগ ছবি

সরকারী অফিসের সঙ্গে যোগাযোগের জন্য পোষ্টাল ঠিকানা

ই-মেইল, ফ্যাক্স এবং ফোন নম্বর

সরকারী অফিসের প্রধান কর্মকর্তার নাম, পদবী, ছবি এবং যোগাযোগের ঠিকানা

সরকারী অফিসের কার্যক্রম ও সাভির্স চার্টার (বুলেট পয়েন্ট প্রদান করা যেতে পারে)

শাখা অফিসগুলোর তালিকা এবং যোগাযোগের তথ্য

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গোপালগঞ্জ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চাঁদমারী রোড, গোপালগঞ্জ



ই-মেইলঃ নাই।

ফ্যাক্সঃ নাই।

 

টেলিফোন নং-

০৮৬১-৫৩৭৮৩

রাজিয়া বেগম

জেলা মহিলা বিষয়ক অফিসার

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চাঁদমারী রোড, গোপালগঞ্জ


১।প্রতি অর্থ বছরে দরিদ্র মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান।

২।বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম।

৩। দরিদ্র মার জন্য মাতৃত্বভাতা কার্যক্রম।

৪।দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম।

৫। বাল্যবিবাহ, যৌতুক নিরোধ, নারী ও শিশু পাচার রোধে কাউন্সিলিং কার্যক্রম।

৬। নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা পেতে সহায়তা প্রদান।

৭। ভিজিডি কার্যক্রমমনিটরিং।

৮।নারী ও শিশু নির্যাতন ট্রাইবোনাল থেকে প্রাপ্ত মামলার তদন্ত করণ ও রির্পোট প্রদান।

৯। মহিলাদের অভিযোগ গ্রহণ ও স্থানীয়ভাবে নিষ্পত্তি করণ।

১০। স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন নিবন্ধন, নিয়ন্ত্রন, তদারকী সহ বাৎসরিক অনুদান প্রদান।

১। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, রাজনগর।

২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কুলাউড়া।

৩। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,

জুড়ি।

৪। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বড়লেখা।

৫। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কমলগঞ্জ।

৬। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, শ্রীমঙ্গল।